বাংলাদেশে এই প্রথম রিলিজ হতে যাচ্ছে বাংলা ভাষায় এসইও চেকার ওয়েবসাইট (SEO Checker) যার সকল ফিচার হবে বাংলায়!
অর্থাৎ, আপনার ওয়েবসাইটে SEO এর কি কি সমস্যা আছে, কিভাবে ভালো করতে হবে, কিভাবে আরো ভালো করা যাবে, অন্য সাইটের SEO এর সাথে আপনার সাইরের SEO কম্পেয়ার সব করতে পারবেন তাও আবার সম্পুর্ণ বাংলা ভাষায়!
শুধু তাই নয়, এই ওয়েবসাইটে থাকবেঃ
- Bangla Content Rewriter Tool
- Bangla Content Plagiarism Checker Tool
- Bangla Article Generator Tool

আমরা যারা ব্লগিং করে থাকি তারা প্রায় সবাই জানি যে, ইংরেজিতে কোনো লেখা কপি করে সেটা আবার Rewrite/Spin করলে সেটা একটা Unique Content হয়ে যায়! আমরা যেটাকে Article Rewriter / Article Spinner বলে থাকি! কিন্তু বাংলা ভাষায় এরকম কোনো টুলস নেই যেটার মাধ্যমে বাংলা কন্টেন্ট Rewrite/Spin করা যায়!
আবার বাংলা কন্টেন্ট এর Plagiarism চেক করার জন্য যেসব টুলস অনলাইনে এভেইলেবল আছে সেগুলো কোনোটাতেই বাংলা কন্টেন্ট এর Plagiarism চেক করলে Accurate রেজাল্ট আসে না! তাই অনেক বিপাকে পড়তে হয়!
কিন্তু সেই দিন শেষ এখন থেকে এই ওয়েবসাইটেই পাওয়া যাবে সব! ওহ আরেকটা টুলস আছে! সেটা হলো Bangla Article Generator. এখানে আপনি যে বিষয়ে পোস্ট চান সেই কিওয়ার্ডটি শুধু সার্চ করবেন, আর আপনার সামনে সেই কিওয়ার্ডের সব পোস্ট আপনার সামনে হাজির হয়ে যাবে! সেখান থেকে যেকোনো একটা পোস্ট Rewrite করে 100% Unique করে আপনার সাইটেও পোস্ট করতে পারবেন!
ইন্টারেস্টিং না ব্যাপার টা? হ্যাঁ! এরকম টুলস এবং ওয়েবসাইট বাংলা ভাষায় এটাই প্রথম!
এখানেই শেষ নয়! আরো আছে! এখানে আরো ৫০টির মতো Basic SEO Tools পাবেন যেগুলোও আপনার কাজে লাগতে
পারে!
লিস্ট নিচে দিলামঃ














































এই পুরো প্রজেক্টটা যদিও আমি একাই ডেভেলপ করছি কিন্তু এটা সম্পূর্ণই Enolez Fountain এর তত্ত্বাবধানে থাকবে! ই-নলেজে একটি শাখা হিসেবে পরিচিত হবে এটি!
এসব টুলস ইউজ করার জন্য আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না! সব বিনামূল্যেই পাবেন! কিন্তু সব ফিচার ব্যবহার করে হলে আপনাকে কষ্ট করে একটা অ্যাকাউন্ট খোলা লাগতে পারে! সমস্যা নাই আমি Email দিয়ে সাইনআপ করার পাশাপাশি সরাসরি Facebook আর Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করার সিস্টেম চালু রাখবো!
কষ্ট করে এতো গুলো লেখা পড়ার জন্য ধন্যবাদ! এখন কষ্ট করে একটু মতামত দিয়ে যাবেন আপনার! তাহলে আমার এতো কষ্ট সার্থক হবে!
আর বলিয়েন না যে ওয়েবসাইটের লিংক কই? সব ঠিকঠাক থাকলে ওয়েবসাইট নভেম্বরের প্রথম দিকেই রিলিজ করবো ইনশাআল্লাহ!
Post: SEO Masterminds Bangladesh